নতুন জীবন শুরু করে সবার কাছে দোয়া চেয়েছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের পুরনো পদবি মুছে ফেলেছেন তিনি। তার নতুন স্বামীর নাম সোহেল আরমান। বিয়ের পরই পুরোনো পদবী ‘রহমান’ মুছে ফেলেছেন ইভা। তাই এখন থেকে নিজেকে ‘ইভা আরমান’ দাবি করছেন তিনি। তবে ইভা রহমান তার প্রতিক্রিয়ায় বলেছেন, মাহফুজুর রহমান মনের দিক থেকে একদম একজন দূর্বল মনের পুরুষ তিনি তাকে সময় দিলেননা।
গণমাধ্যমকে ইভা জানান, আমার স্বামীর নাম সোহেল আরমান। তাই আমাকে ইভা আরমান বলে ডাকবেন। তিনি ঢাকার ছেলে আর পেশায় একজন ব্যবসায়ী।
ইভা আরও জানান, ড. মাহফুজুর রহমানের সঙ্গে গত ৪ জুন তার বিবাহবিচ্ছেদ হয় এবং ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান। তখনই তিনি নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন।
তারপর রোববার (১৯ সেপ্টেম্বর) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোহেল আরমানের সাথে আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেন ইভা। পরবর্তীতে চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন।
বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা রহমান। এটিএন মিউজিকের ব্যানারে ইভার বেশ কয়েকটি অ্যালবামও বেরিয়েছে।