পরীমনিকে বিয়ে করতে চান রংপুরের হুজুর শফিকুল

573

অবশেষে নায়িকা পরীমনির জন্য সুঃখবর তাকে বিয়ে করে সুখী করতে চান রংপুরের মাওলনা আবুল হায়াত শফিক বিন সাদেকুল।

তিনি মনে করেন যে, পরীমনিকে ইসলামের মধ্যে আনতে পারলে পরীমনি ভালো হয়ে যাবে। এবং সৎ জীবন যাপন করবে।

হুজুর শফিকুল রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। বর্তমানে তাঁর ঘরে দুটি স্ত্রী ও ছয়টি সন্তান রয়েছে। রফিকুল বলেন, তিনি সুযোগ পেলে পরীমনিকে তাঁর তৃতীয় স্ত্রীর মর্যাদা দিতে চান। ইতিমধ্যেই তিনি পরীমনির আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ শুরু করেছেন।

তৃতীয় বিয়ে সম্পর্কে শফিকুল বলেন, আমার অর্থ সম্পদ আছে আমি আরও একটি বউ পালতে পারবো। আর আমার বউয়েরাও রাজি আছে। সবাই একসাথে মিলেমিশে থাকবো।