তরমুজে বিষাক্ত লাল রং সিলেটে ৫ জনের মৃত্যু

517

সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত তরমুজ খেয়ে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১০/১৫ জন।

নিহতরা হলেন সিলেট জৈন্তাপুর সাপাহার ইউনিয়নের মজিদ মিয়ার ছেলে রাজু (৩৫) ও রহিম (৪২) কুদ্দুসের ছেলে শাহিন। ও একই পরিবারের স্বামী স্ত্রী রেহানা ও রজব আলী।

জানা গেছে,  জৈন্তাপুর বাজার হতে গত পরশু বৃহস্পতিবার আকবর হোসেনের আরৎ হতে তারা এই তরমুজ ক্রয় করেন। এবং তরমুজ খাওয়ার পরে তারা অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পরে পাঁজর জন মারা যায়।

বর্তমানে তরমুজের আরৎ বন্ধ করে পালিয়ে গেছে আকবর হোসেন। চিকিৎসকরা জানান, তরমুজের মধ্যে অতিরিক্ত রাসায়নিক বিষাক্ত রং থাকায় তা খেয়ে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু হয়েছে।