গতরাত (মঙ্গলবার) হতে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই জানান,: তার পরিবার এখনো কোনো সন্ধান পাননি৷ নেত্রকোণা জেলার সবগুলো থানায় তারা অনুসন্ধানে গিয়েছেন৷ কিন্তু কোথাও কোনো পাত্তা মেলেনি তার৷
গতরাতে আড়াইটার দিকে শতাধিক RAB পুরো বাড়ী ঘিরে নেয়৷ কিছু সদস্যরা বাড়ীতে প্রবেশ করে দরজা ভেঙে তাকে নিয়ে যায়৷
তার মাদরাসার দুইজন উস্তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা এখন পূর্বধোলা থানায় জিডি করতে গেছেন৷ বিষয়টি নিয়ে বড়দের দৃষ্টি আকর্ষণ করছি, এবং সকলের নিকট দোআ চাই আল্লাহ তাআলা যেন আমাদের ভাইকে হেফাজতে রাখেন, সন্তানকে তার মায়ের কোলে নিরাপদে ফিরিয়ে দেন৷