রাজশাহীর কাটাখালীতে হানিফ বাস- অ্যাম্বুলেন্স ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ২টায় কাটাখালীর কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় মাইক্রোবাসটি রাজশাহীর দিকে আসছিল।এসময় কাটাখালীর কাপাশিয়া এলাকায় দুটি গাড়ির সঙ্গে স্থানীয় একটি লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১১ জন পুড়ে মারা যান।

এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু এবং বাকি সকলে পুরুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।