রাজশাহীতে তবলীগের দ্বন্দ্বে মসজিদে দুইবার আযান দুইবার নামাজ

214

রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় তবলীগ জামাতের  মারকাজ জামে মসজিদে অবস্থানরত তাবলীগ জামাতের মুসল্লীদের ভেতরে দু’টি গ্রুপের দ্বন্ধে একই মসজিদে মাগরীবের সময় দুইবার আজান ও দুই বার নামাজ আদায় করার ঘটনা ঘটেছে।

মারকাজের মাওলানা মুক্তি নজরুল ইসলামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের এই সংকট তৈরি হয়েছে বলে জানা যায়। আজ বাদ মাগরীবের সময় দুই বারে দুই জনকে আজান ও দুইবার জামাত আদায় করতে দেখা যায়।

দুই পক্ষকে নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন মুসল্লীদের ভেতরে দু’টি গ্রুপের দ্বন্ধ মেটানোর চেষ্টা করছে। একই মসজিদে দুইবার আযান দিয়ে দুইবার নামাজ পড়ার ঘটনা রাজশাহীতে এইবারই প্রথম।  এ নিয়ে রাজশাহীতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

বর্তমানে তবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় মারকাজ মসজিদের পুলিশ মোতায়েন করা হয়েছে।  বোয়ালিয়া থানার ওসি নিবারণচন্দ্র উভয়পক্ষেন মধ্যে মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।