রিজভীর অবস্হা সংকটাপন্ন আইসিইউতে ভর্তি

265

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন উন্নত চিকিৎসার জন্য তাকে আজ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। তিনি আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন।

রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম এবং তার ব্যক্তিগত সহ-কারি আরিফুর রহমান তুষার হাসপাতালে সার্বক্ষণিক তার পাশে রয়েছেন।