যুবতী নাতিকে দেখে জোড় করে জড়িয়ে ধরে চুমু খেলেন নানা।
নানার নাম আব্দুর রশিদ, বাড়ি পাবনা চাটমোহর উপজেলায়। নাতি শায়লা অভিযোগ করে বলেন, নানা রশিদ মিয়া প্রায় তাকে জালাতন করেন। এমন কি বাড়িতে কেউ না থাকলে ইশারা ইঙ্গিতে নাতি শায়লাকে কাছে ডাকে।
শেষ পর্যন্ত বুধবার দুপুরে ফাঁকা বাড়ি পেয়ে নানা জড়িয়ে ধরে যুবতী নাতিকে চুমু খান। নানার এমন কান্ডে অবাক হয়েছেন বাড়ির সবাই।
এলাকার মাতব্বর কাদের চাকলাদার বলেন নানা আব্দুর রশিদকে সতর্ক করা হয়েছে।