রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি।
আজ বুধবার ( ২৪ ফেব্রুয়ারি) বনানীতে এক সংবাদ সম্মেলনে রাকিবকে তালাক দেওয়ার কাগজ দেখালেন নাসিরের আইনজীবী। সাংবাদিক সম্মেলনে নাসির ও তামিমার আইনজীবী জানান, তারা বৈধভাবেই বিয়ে করেছেন। এসময় তিনি সাংবাদিকের উচিয়ে তালাকের কাগজ দেখান।
সংবাদ সম্মেলনে নাসির হোসেনের স্ত্রী তামিমা দাবি করেছেন, তার পূর্বের স্বামী রাকিবকে তালাক দিয়েই তিনি বিয়ে করেছেন। তিনি অভিযোগ করে বলেন, বিয়ে এবং বাচ্চা ছাড়া রাকিব যা বলছে সবই মিথ্যা কথা। পাবলিক প্লাটফর্ম পাওয়ার জন্যই সে এমন করছে।
অবশেষে রাকিবের সাথে যোগাযোগ করে এবং রাকিবের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে গিয়ে দেখা যায় সেখানে ইউনিয়ন পরিষদে তালাকের কোন কাগজ আসেনি। এমনকি রাকিবও তালাকের কোন নোটিশ হাতে পায়নি।
একাধিক সূত্রে জানা গেছে নাসিরের আইনজীবী মোটা অংকের টাকার বিনিময়ে নকল তালাকনামা তৈরী করেছেন।