২৫০ পিস কলা খেয়ে রেকর্ড গড়লেন বরিশাল বাবুগঞ্জের হুমায়ূন আহমেদ হিমু।
বন্ধুদের সাথে বাজি ধরে হুমায়ূন বিকেল ৪ টা থেকে কলা খাওয়া শুরু করেন। এবং রাত্রি ৮ টায় শেষ হয় তার কলা খাওয়া অভিযন।
বাবুগঞ্জের রফিক মিয়ার দোকান হতে এই কলা কেনা হয়। হুমায়ূন জানান, তিনি শখের বসে বন্ধুদের সাথে বাজি ধরেন। ৫০০ টাকায়। তারপরে খাওয়া শুরু করেন কলা। প্রথমে আনন্দের সাথে খেলেও পড়ে শেষের দিকে তার কিছুটা কস্ট হয়।